আমরা কম বেশি সবাই হয়তো জানি যে ফেসবুক মেসেন্জার দিয়ে imo, skype, viber ইত্যাদির মত কথা বলা যায় সকল apps থেকে Clear । কিন্তু সব দেশ থেকে কথা বলা গেলেও বাংলাদেশে অনুমোদন না দেয়ার কারনে সবাই মোবাইল দিয়ে ব্যবহার করতে পারে না ।

আজ আমি আপনাদের জানাবো কিভাবে আপনি বাংলাদেশ থেকে এনড্রোয়েড মোবাইল দিয়ে ফ্রি কখা বলতে পারবেন ।
 প্রথামে Software টি
এখানে ক্লিক করে ‍ডাউনলোড করুন

ওপেন করে Full Protection On করে ‍দিন । এবার Notification Bar এ একটি সবুজ তারার মত দেখতে পাবেন ।

 যদি আপনার মোবাইলে ফেসবুক মেসেন্জার না থাকে তবে ‍গুগল প্রে স্টোর থেকে ডাউনলোড করে ‍নিন । এবার আপনার নিজের একাউন্ট দিয়ে লগইন করুন । যদি আপনার আগেই লগইন করা থাকে তবে Mobile এর Setting>application>Messenger এ গিয়ে Data Clear করে দিন । এবার messenger টি পুনরায় Open করুন ।

তবে একটা কথা মনে রাখবেন আপনি যার কাছে কল দিবেন তারও ঐ apps টি ওপেন করা থাকতে হবে । তাই বিষয়টি সবার সাথে শেয়ার করুন এবং বুঝতে অসুবিধা হলে Comment করে জানান ।

আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।

Translate To

Live Football world Cup 2018

আপনিও হতে পারেন একজন ব্লগার !!

মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন করে কাছেপেতে ইচ্ছে করে ।ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের গহিনে লুকিয়ে রাখাপ্রত...

Posted by গল্প ছড়া বিনোদন খবর - সব হবে একের ভিতর on Wednesday, 27 January 2016

To Support Us

মোট পৃষ্ঠাদর্শন

5410