পন্য নিয়ে ব্যবসায় শুরু করা হল । এখানে ক্রয় হিসাব---ডেবিট এবং নগদান হিসাব-----ক্রেডিট । পন্য না লিখে লেখা হয় ক্রয় হিসাব, এটা কি শুধুই নিয়ম? হ্যাঁ এটা আধুনিক হিসাববিজ্ঞানের নিয়ম কিন্তু প্রতিটি নিয়ম প্রনয়নের পিছনে কারন অবশ্যই নিহিত থাকে । সর্বপ্রথমে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কি ধরনের ব্যবসায় পরিচালনা করি । ব্যবসায় তিন ধরনের হতে পারে, উৎপাদনকারী, ক্রয়-বিক্রয়কারী ও সেবা প্রদানকারী ।

সাধারনত পন্যর হিসাবগুলো ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানেই হয়ে থাকে ।
এখন বুঝতে হবে, ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ ও উদ্দেশ্য কি?
প্রতিটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা ।আর ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান পন্য ক্রয় করে ঐ পন্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে ।
এখন সাধারন ভাবেই আমরা দেখতে পারি যে, পন্য ক্রয় করলে যদি আমরা “পন্য হিসাবে” লিপিবদ্ধ করি তাহলে পন্য বিক্রয় করলে কি হিসাবে লিপিবদ্ধ করবো ? পন্য হিসাবে? কিছুক্ষনের জন্য মেনে নেই আমরা ক্রয়-বিক্রয়কে পন্য হিসাবে লিপিবদ্ধ করবো । তাহলে কি হয় দেখি—

পন্য ক্রয় ২০,০০০ টাকা এবং পন্য বিক্রয় ৩০,০০০ টাকা । জাবেদা হবে—
ক্রয়ের ক্ষেত্রে: পন্য হিসাব –ডেবিট 20000টাকা, নগদান হিসাব –ক্রেডিট 20000 টাকা ।
বিক্রয়ের ক্ষেত্রে: নগদান হিসাব –ডেবিট 30000 টাকা, পন্য হিসাব—ক্রেডিট 30000 টাকা ।
এখানে পন্য আছে 20000 টাকার । 30000 টাকার পন্য কিভাবে ক্রেডিট বা বিক্রয় করি ? যা হিসাববিজ্ঞান মূলনীতি বর্হিভূত ।
 আমরা জানি, ক্রয়মূল্য + লাভ =বিক্রয়মূল্য

তাই হিসাববিজ্ঞানবিদগন ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান কাজ ও উদ্দেশ্য বিবেচনা করে হিসাববিজ্ঞানকে স্বাধীন, সয়ংসম্পূর্ন ও সু-শৃংঙ্খলভাবে উপস্থাপনের জন্য “পন্য হিসাব” না লিখে পন্য ক্রয়ের ক্ষেত্রে ’ক্রয় হিসাব” ও পন্য বিক্রয়ের ক্ষেত্রে “বিক্রয় হিসাব” লিখে লিপিবদ্ধ করেন ।

আপনাদের যদি কোন মতামত থাকে তবে মনের মাঝে চেপে না রেখে অবশ্যই জানাবেন ।
ধন্যবাদ সবাইকে।

Translate To

Live Football world Cup 2018

আপনিও হতে পারেন একজন ব্লগার !!

মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন করে কাছেপেতে ইচ্ছে করে ।ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের গহিনে লুকিয়ে রাখাপ্রত...

Posted by গল্প ছড়া বিনোদন খবর - সব হবে একের ভিতর on Wednesday, 27 January 2016

To Support Us

মোট পৃষ্ঠাদর্শন