পন্য নিয়ে ব্যবসায় শুরু করা হল । এখানে ক্রয় হিসাব---ডেবিট এবং নগদান
হিসাব-----ক্রেডিট । পন্য না লিখে লেখা হয় ক্রয় হিসাব, এটা কি শুধুই নিয়ম?
হ্যাঁ এটা আধুনিক হিসাববিজ্ঞানের নিয়ম কিন্তু প্রতিটি নিয়ম প্রনয়নের পিছনে
কারন অবশ্যই নিহিত থাকে । সর্বপ্রথমে আমাদের বিবেচনা করতে হবে যে আমরা কি
ধরনের ব্যবসায় পরিচালনা করি । ব্যবসায় তিন ধরনের হতে পারে, উৎপাদনকারী, ক্রয়-বিক্রয়কারী ও সেবা প্রদানকারী ।
সাধারনত পন্যর হিসাবগুলো ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানেই হয়ে থাকে ।
এখন বুঝতে হবে, ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ ও উদ্দেশ্য কি?
প্রতিটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা ।আর ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান পন্য ক্রয় করে ঐ পন্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে ।
এখন সাধারন ভাবেই আমরা দেখতে পারি যে, পন্য ক্রয় করলে যদি আমরা “পন্য হিসাবে” লিপিবদ্ধ করি তাহলে পন্য বিক্রয় করলে কি হিসাবে লিপিবদ্ধ করবো ? পন্য হিসাবে? কিছুক্ষনের জন্য মেনে নেই আমরা ক্রয়-বিক্রয়কে পন্য হিসাবে লিপিবদ্ধ করবো । তাহলে কি হয় দেখি—
পন্য ক্রয় ২০,০০০ টাকা এবং পন্য বিক্রয় ৩০,০০০ টাকা । জাবেদা হবে—
ক্রয়ের ক্ষেত্রে: পন্য হিসাব –ডেবিট 20000টাকা, নগদান হিসাব –ক্রেডিট 20000 টাকা ।
বিক্রয়ের ক্ষেত্রে: নগদান হিসাব –ডেবিট 30000 টাকা, পন্য হিসাব—ক্রেডিট 30000 টাকা ।
এখানে পন্য আছে 20000 টাকার । 30000 টাকার পন্য কিভাবে ক্রেডিট বা বিক্রয় করি ? যা হিসাববিজ্ঞান মূলনীতি বর্হিভূত ।
আমরা জানি, ক্রয়মূল্য + লাভ =বিক্রয়মূল্য
তাই হিসাববিজ্ঞানবিদগন ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান কাজ ও উদ্দেশ্য বিবেচনা করে হিসাববিজ্ঞানকে স্বাধীন, সয়ংসম্পূর্ন ও সু-শৃংঙ্খলভাবে উপস্থাপনের জন্য “পন্য হিসাব” না লিখে পন্য ক্রয়ের ক্ষেত্রে ’ক্রয় হিসাব” ও পন্য বিক্রয়ের ক্ষেত্রে “বিক্রয় হিসাব” লিখে লিপিবদ্ধ করেন ।
আপনাদের যদি কোন মতামত থাকে তবে মনের মাঝে চেপে না রেখে অবশ্যই জানাবেন ।
ধন্যবাদ সবাইকে।
সাধারনত পন্যর হিসাবগুলো ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানেই হয়ে থাকে ।
এখন বুঝতে হবে, ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের কাজ ও উদ্দেশ্য কি?
প্রতিটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা ।আর ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান পন্য ক্রয় করে ঐ পন্য বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে ।
এখন সাধারন ভাবেই আমরা দেখতে পারি যে, পন্য ক্রয় করলে যদি আমরা “পন্য হিসাবে” লিপিবদ্ধ করি তাহলে পন্য বিক্রয় করলে কি হিসাবে লিপিবদ্ধ করবো ? পন্য হিসাবে? কিছুক্ষনের জন্য মেনে নেই আমরা ক্রয়-বিক্রয়কে পন্য হিসাবে লিপিবদ্ধ করবো । তাহলে কি হয় দেখি—
পন্য ক্রয় ২০,০০০ টাকা এবং পন্য বিক্রয় ৩০,০০০ টাকা । জাবেদা হবে—
ক্রয়ের ক্ষেত্রে: পন্য হিসাব –ডেবিট 20000টাকা, নগদান হিসাব –ক্রেডিট 20000 টাকা ।
বিক্রয়ের ক্ষেত্রে: নগদান হিসাব –ডেবিট 30000 টাকা, পন্য হিসাব—ক্রেডিট 30000 টাকা ।
এখানে পন্য আছে 20000 টাকার । 30000 টাকার পন্য কিভাবে ক্রেডিট বা বিক্রয় করি ? যা হিসাববিজ্ঞান মূলনীতি বর্হিভূত ।
আমরা জানি, ক্রয়মূল্য + লাভ =বিক্রয়মূল্য
তাই হিসাববিজ্ঞানবিদগন ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের প্রধান কাজ ও উদ্দেশ্য বিবেচনা করে হিসাববিজ্ঞানকে স্বাধীন, সয়ংসম্পূর্ন ও সু-শৃংঙ্খলভাবে উপস্থাপনের জন্য “পন্য হিসাব” না লিখে পন্য ক্রয়ের ক্ষেত্রে ’ক্রয় হিসাব” ও পন্য বিক্রয়ের ক্ষেত্রে “বিক্রয় হিসাব” লিখে লিপিবদ্ধ করেন ।
আপনাদের যদি কোন মতামত থাকে তবে মনের মাঝে চেপে না রেখে অবশ্যই জানাবেন ।
ধন্যবাদ সবাইকে।