এসএসসি পরীক্ষা ২০১৫
মাধ্যমিক হিসাববিজ্ঞান
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ ও বিশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল যে পত্র শিক্ষা দেয়, তাকে কী বলে?
ক. লেনদেন লিপিবদ্ধকরণ
খ. হিসাবরক্ষণ
গ. হিসাববিজ্ঞান
ঘ. বুককিপিং ও হিসাবরক্ষণ
২। ব্যবসায়ের ভাষা বলা হয় কাকে?
ক. অর্থনীতিকে
খ. ব্যবস্থাপনাকে
গ. হিসাববিজ্ঞানকে
ঘ. কম্পিউটার বিজ্ঞানকে
৩। কোনটি হিসাববিজ্ঞানের উদ্দেশ্য নয়?
ক. অর্থনৈতিক তথ্য পরিবেশন
খ. অর্থ আত্মসাত্ প্রতিরোধ
গ. জনহিতকর ব্যয়সংকোচন
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ
৪। আর্থিক সচ্ছলতা হিসাববিজ্ঞানের একটি কী?
ক. উদ্দেশ্য
খ. ভূমিকা
গ. সুবিধা
ঘ. প্রয়োজনীয়তা
৫। কোনটি অলাভজনক প্রতিষ্ঠান?
ক. স্কুল/ কলেজ
খ. মাদ্রাসা/মসজিদ
গ. ক্লাব/সমিতি
ঘ. ওপরের সব কটি
৬। দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাবরক্ষণের কী বলা হয়?
ক. ক্ষেত্র
খ. ভিত্তি
গ. পরিধি
ঘ. সীমা
৭। ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা তাঁদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
ক. সংরক্ষিত হিসাব
খ. তহবিল বিবরণী
গ. বিশেষ হিসাব
ঘ. আর্থিক বিবরণী
৮। হিসাববিজ্ঞান হচ্ছে —
i. একটি বিজ্ঞান
ii. লেনদেন লিপিবদ্ধ করার কৌশল
iii. ব্যবসায়ের ভাষা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯। আধুনিক ব্যবসায়ের ভাষা বলা হয় –
i. ব্যবস্থাপনাকে
ii. কম্পিউটার বিজ্ঞানকে
iii. হিসাববিজ্ঞানকে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও ii
১০। দু’তরফা দাখিলা পদ্ধতির মূলনীতি ব্যাখ্যা করা হয়-
i. ১৪৯৪ খ্রিষ্টাব্দে
ii. ১৪৪৯ খ্রিষ্টাব্দে
iii. পঞ্চদশ শতাব্দীতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১। হিসাববিজ্ঞানের মুখ্য বিষয় হলো —
i. সংঘটিত লেনদেনগুলো লিপিবদ্ধকরণ
ii. লেনদেনের ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নিরূপণ করা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২। হিসাব সচেতনতা মানুষকে উদ্বুদ্ধ করে —
i. সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে
ii. নৈতিক চরিত্র গঠনে
iii. আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা অর্জনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৩। সরকারের প্রধান আয়ের উত্স হচ্ছে —
i. ভ্যাট
ii. কাস্টমস
iii. কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৪। সরকারের আয়ের অন্যতম উৎস হচ্ছে —
i. ভ্যাট
ii.কাস্টমস ডিউটি
iii. আয়কর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৫। সরকার রাজস্ব ব্যয় করে —
i. উন্নয়ন খাতে
ii. জনসেবামূলক খাতে
iii. বেসরকারি খাতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৬। হিসাববিজ্ঞানকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাবব্যবস্থা
খ. তথ্যব্যবস্থা
গ. নিরীক্ষাব্যবস্থা
ঘ. বিবরণীব্যবস্থা
১৭। হিসাববিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কোনটি?
ক. লেনদেনের লিপিবদ্ধকরণ
খ. মুনাফা নির্ণয়
গ. মালিকের স্বত্বাধিকার নিরূপণ
ঘ. আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ।
১৮। জবাবদিহি প্রক্রিয়া সৃষ্টি করে—
i. দায়িত্ববোধ
ii. সঞ্চয়পত্র
iii. সততা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১৯। ব্যবসা-বাণিজ্যের প্রসারের ফলে হিসাববিজ্ঞানের কোনটি বৃদ্ধি পায়?
ক. ব্যবহার
খ. দক্ষতা
গ. পরিধি
ঘ. গ্রহণযোগ্যতা
২০। হিসাববিজ্ঞানের দ্বারা মানুষের মাঝে সৃষ্টি হয় —
i. ধর্মীয় অনুশাসন
ii. নৈতিক চরিত্র গঠন
iii. ঋণ পরিশোধ চেতনা
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. ii ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২১। আধুনিক হিসাববিজ্ঞানের উত্পত্তি কোথায়?
ক. ইংল্যান্ডে
খ. ভারতবর্ষে
গ. ইতালিতে
ঘ. আমেরিকায়
২২। মানুষ সঞ্চয়ী ও মিতব্যয়ী হলে কী হয়?
ক. আয় বৃদ্ধি পায়
খ. ঋণ পরিশোধ হয়
গ. আর্থিক সচ্ছলতা আসে
ঘ. নৈতিক চরিত্র গঠন হয়
২৩। আধুনিক হিসাববিজ্ঞানের জন্মলগ্ন শুরু হয় কত শতাব্দীতে?
ক. পঞ্চদশ শতাব্দীতে
খ. ষোড়শ শতাব্দীতে
গ. অষ্টাদশ শতাব্দীতে
ঘ. চতুর্দশ শতাব্দীতে
২৪। কোন ব্যবসায়ী সততা অবলম্বন করতে চাইলে —
i. তাকে হিসাবসচেতন হতে হবে
ii. ঋণ পরিশোধে সচেতন হতে হবে
ii. ধর্মভীরু হতে হবে
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৫। কোথায় হিসাববিজ্ঞানের যাত্রা শুরু হয়?
ক. রোম
খ. ভেনিস
গ. লন্ডন
ঘ. বোস্টম
২৬। লেনদেন হিসাববিজ্ঞানের কী?
ক. কাঠি
খ. পিলার
গ. মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা
২৭। যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই কী বলে?
ক. লেনদেন
খ. খতিয়ান
গ. ঘটনা
ঘ. রেওয়ামিল
২৮। হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
গ. অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়
২৯। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও স্বত্বাধিকারের কোনোরূপ পরিবর্তন সাধনকারী ঘটনাকে কী বলা হয়?
ক. উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন
খ. হিসাবচক্র
গ. দুতরফা দাখিলা পদ্ধতি
ঘ. হিসাবের দ্বৈতসত্তা
৩০। ‘Give and take’ শব্দের অর্থ কী?
ক. ঘটনা
খ. সেবা
গ. দেওয়া ও নেওয়া
ঘ. ফরমায়েশ
নিচের উদ্দীপকটি পড়ে পরবর্তী তিনটি প্রশ্নের উত্তর দাও:
মিঠুন, রাহাত এন্টারপ্রাইজের দৈনন্দিন লেনদেন লিপিবদ্ধ করেন এবং মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত খরচ নির্বাহ করার ক্ষমতা রাখেন। কিন্তু ব্যবসার পরিধি বৃদ্ধি পাওয়ায় জুলাই মাসে তার ৬,০০০ টাকা খরচ হবে বলে ধারণা করেছেন।
৩১। জুলাই মাসের খরচ বৃদ্ধিতে উক্ত ব্যবসায়ে কোনটি সর্বাধিক প্রভাবিত হবে?
ক. আর্থিক অবস্থায়
খ. ক্রয়-বিক্রয়
গ. লাভ-ক্ষতিতে
ঘ. সঞ্চয় প্রবণতায়
৩২। এ অবস্থায় জনাব মিঠুনকে দৃষ্টি দিতে হবে?
ক. সঞ্চয়ে
খ. বাজেট প্রণয়নে
গ. জবাবদিহিতে
ঘ. ব্যয় হ্রাসকরণে
৩৩। জুলাই মাসে অতিরিক্ত খরচ নির্বাহ করার জন্য কোন পদক্ষেপটি তার জন্য যুক্তিযুক্ত?
ক. নিজে খরচ করার সিদ্ধান্ত নেওয়া
খ. মালিকের সঙ্গে আলোচনা করা
গ. ব্যয় নিয়ন্ত্রণ করা
ঘ. অধিকতর খরচ করা।
৩৪। হিসাব লিপিবদ্ধকরণ প্রক্রিয়ায় প্রধান উপাদান কোনটি?
ক. লেনদেন
খ. দুতরফা দাখিলা
গ. হিসাব
ঘ. জাবেদা
৩৫। সব ধরনের ঘটনা কী?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. লেনদেন
ঘ. লেনদেন নয়
৩৬। কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়?
ক. অর্থের অঙ্কে পরিমাপযোগ্য
খ. স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র
গ. অদৃশ্যমান
ঘ. ব্যয় নিয়ন্ত্রণ।
৩৭। লেনদেন-সংক্রান্ত ঘটনা কী?
ক. সব সময়েই দৃশ্যমান
খ. দৃশ্যমান না-ও হতে পারে
গ. কখনোই দৃশ্যমান নয়
ঘ. দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে।
৩৮। পূর্বের ঘটে যাওয়া আর্থিক ঘটনাকে কী বলে?
ক. ঐতিহাসিক ঘটনা
খ. সামাজিক ঘটনা
গ. অদৃশ্যমান ঘটনা
ঘ. দৃশ্যমান ঘটনা
৩৯। কোনটি ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহূত হয়?
ক. সম্পদ
খ. দায়
গ. মূলধন
ঘ. খরচ
৪০। নিচের কোনটি সঠিক হিসাব সমীকরণ?
ক. দায় = সম্পত্তি+স্বত্বাধিকার
খ. মূলধন = সম্পত্তি+দায়
গ. সম্পত্তি = দায়+স্বত্বাধিকার
ঘ. ডেবিট = ক্রেডিট
৪১। অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের কোন উপাদানটির হ্রাস ঘটে?
ক. E
খ. A
গ. L
ঘ. A ও E
৪২। A= L+oE, এখানে oE হচ্ছে —
ক. সম্পত্তি
খ. স্বত্বাধিকার
গ. দায়
ঘ. সবগুলো
৪৩। ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব দৈনন্দিন ঘটনা ঘটে, সেগুলোই লেনদেনের কী?
ক. দলিল
খ. ভিত্তি
গ. উৎস
ঘ. বৈশিষ্ট্য
৪৪। কোনটি ব্যবসায়িক লেনদেনের উৎস?
ক. পণ্য বিক্রয়
খ. ভাউচার
গ. ডেবিট নোট
ঘ. ওপরের সব কটি
৪৫। কোনটি ব্যবসায়িক লেনদেনের দলিল?
ক. পণ্য ক্রয়
খ. মজুরি প্রদান
গ. মজুরি শিট
ঘ. খতিয়ান
৪৬। ব্যবসায়িক লেনদেনের দলিল কোনটি?
ক. বেতন প্রদান
খ. মজুরি প্রদান
গ. মাল বিক্রয়
ঘ. ডেবিট নোট
৪৭। চালানের ওপর ভিত্তি করে কোনটি লেখা হয়?
ক. ক্রয় জাবেদা
খ. বিক্রয় জাবেদা
গ. ক ও খ
ঘ. বহিঃফেরত বই
৪৮। চালান তৈরি করে?
ক. বিক্রেতা
খ. ক্রেতা
গ. সরকার
ঘ. মধ্যস্থ কারবারি
৪৯। ক্যাশমেমো সাধারণত কয় প্রন্থে তৈরি হয়?
ক. এক প্রস্থে
খ. চার প্রস্থে
গ. দুই প্রস্থে
ঘ. তিন প্রস্থে
৫০। ভাউচার কয় প্রকার?
ক. পাঁচ প্রকার
খ. চার প্রকার
গ. তিন প্রকার
ঘ. দুই প্রকার
৫১। ভাউচার কী?
ক. লেনদেনের প্রমাণপত্র
খ. হিসাবের বই
গ. ক্রেতার বিবরণ
ঘ. বিক্রেতার বিবরণ
৫২। কোনটি লেনদেনের প্রমাণপত্র?
ক. ক্যাশবই
খ. পাকা বই
গ. ভাউচার
ঘ. খতিয়ান বই
৫৩। ডেবিট ও ক্রেডিট ভাউচারে অবশ্যই কী প্রদান করতে হয়?
ক. নোট খসড়া
খ. নোট বই
গ. ধারাবাহিক নম্বর
ঘ. ধারাবাহিক পৃষ্ঠা নম্বর
৫৪। ক্রেডিট ভাউচারকে ক্যাশবুকের কোন দিকে লেখা হয়?
ক. ক্রেডিট দিকে
খ. ডেবিট দিকে
গ. সম্পত্তির দিকে
ঘ. দায়ের দিকে
৫৫। ক্যাশ বুকের প্রথম প্রস্থ কাকে সরবরাহ করা হয়?
ক. বিক্রেতাকে
খ. ক্রেতাকে
গ. ক্রেতা ও বিক্রেতাকে
ঘ. বাহককে
৫৬। ডেবিট নোট কী?
ক. ক্রয় ফেরত-সংক্রান্ত চিঠি
খ. বিক্রয় ফেরত-সংক্রান্ত চিঠি
গ. সম্পত্তির ক্রয়-সংক্রান্ত হিসাব
ঘ. বাট্টা বরাদ্দের চিঠি
৫৭। ক্রেতার ক্রয়কৃত পণ্য ডেবিট করা হয়েছে, এ বিষয়টি কাকে জানানোর দরকার হয়?
ক. ক্রেতাকে
খ. ক্রেতা ও বিক্রেতাকে
গ. বিক্রেতাকে
ঘ. কোনোটিই নয়।
৫৮। কমিশন প্রাপ্তি কোন ভাউচারে লিপিবদ্ধ হবে?
ক. ডেবিট নোট
খ. ডেবিট ভাউচারে
গ. ক্রেডিট নোট
ঘ. ক্রেডিট ভাউচার
৫৯। কোনটি লেনদেন?
ক. আসবাবপত্রের ওপর অবচয় ধার্যকরণ
খ. সুদ প্রাপ্তি
গ. কমিশন প্রদান
ঘ. সবগুলো
৬০। ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিল কোন ধরণের লেনদেন?
ক. কারবারি লেনদেন
খ. ব্যক্তিগত লেনদেন
গ. অব্যবসায়ী লেনদেন
ঘ. কোনো লেনদেন নয়
৬১। মালিকের ছেলের স্কুলের বেতন নিজ তহবিল হতে প্রদান করলে সমীকরণের কোন কোন উপাদানের পরিবর্তন হয় না?
ক. A উপাদানের
খ. E উপাদানের
গ. L উপাদানের
ঘ. A = L + E সমীকরণের উপাদানগুলোর
৬২। কোন ঘটনাটি লেনদেন?
ক. কারবারের হিসাবরক্ষক নিয়োগ
খ. কর্মচারীদের বেতন প্রদান
গ. পণ্য বিক্রির ফরমাশ গ্রহণ
ঘ. আয়করের চিঠি প্রাপ্তি
৬৩। বাট্টা প্রদত্ত হলে হিসাব সমীকরণের কী ঘটে?
ক. E উপকরণের হ্রাস ঘটে
খ. A উপকরণের হ্রাস ঘটে
গ. L উপকরণের হ্রাস ঘটে
ঘ. A = L+ E উপকরণের হ্রাস ঘটে
৬৪। কারবারের লেনদেনের পরিবর্তন আনে সর্বদা —
i. মোট সম্পত্তির
ii. মোট মুনাফার
iii. আর্থিক অবস্থার
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৫। বাকিতে পণ্য ক্রয় হলে —
i. বহিঃলেনদেন
ii. অদৃশ্যমান লেনদেন
iii. দৃশ্যমান লেনদেন
নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii
গ. i ও iii
ঘ. iii
৬৬। ক্যাশ বাক্স থেকে ৮০০০ টাকা চুরি গেল A = L + E হিসাব সমীকরণের —
i. A ও L উপাদানের পরিবর্তন ঘটে
ii. শুধু A উপাদানের পরিবর্তন ঘটে
iii. A ও E উপাদানের পরিবর্তন ঘটে
নিচের কোনটি সঠিক
ক. i
খ. i ও ii
গ. iii
ঘ. i ও ii
৬৭। কোন ঘটনাটি লেনদেন?
i. ১০০০০ টাকা মূল্যের পণ্য ক্রয়ের ফরমায়েশ
ii. ৭০০০ টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ
iii. ৪০০০ টাকা অনাদায়ী পাওনা লেখা হলো
নিচের কোনটি সঠিক
ক. i
খ. ii ও iii
গ. iii
ঘ. i ও ii
৬৮। ব্যবসায়িক লেনদেন সংরক্ষণের উদ্দেশ্য হলো —
i. লেনদেনের স্থায়ীভাবে সংরক্ষণ
ii. আর্থিক ফলাফল নির্ণয়
iii. আর্থিক অবস্থা নির্ণয়
নিচের কোনটি সঠিক
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৬৯। ভাউচারের স্বাক্ষর করেন —
i. মালিক
ii.ব্যবস্থাপক
iii. হিসাবরক্ষক
নিচের কোনটি সঠিক
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৭০। ভাউচার কে অনুমোদন করেন?
ক. ব্যবস্থাপক
খ. ক্যাশিয়ার
গ. ব্যবসায়ী
ঘ. বিক্রেতা
৭১। কোনটি অর্থসম্পর্কীয় ঘটনা থেকে উৎপত্তি হয়?
ক. হিসাবের
খ. লেনদেনের
গ. ব্যবসায়ের
ঘ. হিসাববিজ্ঞানের
৭২। ঘটনা ও লেনদেনের মধ্যে সম্পর্ক কী?
ক. একই অর্থবোধক
খ. একই অর্থবোধক নয়
গ. একটি আরেকটির পরিপূরক
ঘ. পৃথক পৃথক হিসাব।
৭৩। পণ্য বিক্রয় ও বিভিন্ন আয়ের জন্য কী প্রস্তুত করা হয়?
ক. চালান
খ. ক্রেডিট ভাউচার
গ. ক্যাশমেমো
ঘ. ডেবিট ভাউচার
৭৪। একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৬০,০০০ টাকা। দায় মোট সম্পত্তির অর্ধেক অংশ। কারবারের স্বত্বাধিকারের পরিমাণ কত?
ক. ৬০,০০০ টাকা
খ. ৪৫,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা
ঘ. ৩০,০০০ টাকা
৭৫। হিসাবের উৎস কোনটি?
ক. লেনদেন
খ. জাবেদা
গ. রেওয়ামিল
ঘ. খতিয়ান
৭৬। ক্রেডিট নোট বা পাওনালিপি কার কাছ প্রেরণ করা হয়?
ক. বিক্রেতা
খ. ক্রেতা
গ. ক্যাশিয়ার
ঘ. হিসাবরক্ষক
৭৭। ক্যাশবুকের ক্রেডিট দিকে কোনটি লেখা হয়?
ক. ডেবিট ভাউচার
খ. ক্রেডিট ভাউচার
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
৭৮। চালান থেকে পৃথক করার জন্য কী ব্যবহূত হয়?
ক. সবুজ কালি
খ. লাল কালি
গ. সিলমোহর
ঘ. হলুদ কালি
৭৯। লেনদেন শব্দটির আভিধানিক অর্থ কী?
ক. দেনা-পাওনা
খ. চাওয়া-পাওয়া
গ. গ্রহণ-বর্জন
ঘ. গ্রহণ-প্রদান
৮০। ভাউচার সাধারণত কে প্রস্তুত করেন?
ক. ব্যবস্থাপক
খ. মালিক
গ. হিসাবরক্ষক
ঘ. ক্যাশিয়ার
৮১। কারবারি লেনদেনে যে পক্ষ সুবিধা পায় তাকে কী বলে?
ক. পাওনাদার
খ. দেনাদার
গ. কোনোটিই নয়
ঘ. ক এবং খ
৮২। দুতরফা দাখিলার সুবিধা গ্রহণকারী হিসাবটিকে কী বলা হয়?
ক. ক্রেডিটর
খ. ডেটর
গ. নিট লাভ
ঘ. মোট লোকসান
৮৩। প্রতিটি লেনদেনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একই সঙ্গে কয়টি পরিবর্তন ঘটায়?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
৮৪। প্রতিটি লেনদেন উৎপাদন কী করে?
ক. একমুখী ফলাফল
খ. দুটি একমুখী ফলাফল
গ. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
ঘ. বহুমুখী ফলাফল
৮৫। দুতরফা দাখিলা হিসাব পদ্ধতি কী?
ক. দ্বিগুণ কাজের হিসাব পদ্ধতি
খ. একটি আংশিক হিসাবরক্ষণ পদ্ধতি
গ. একটি পরিপূর্ণ ও বিজ্ঞানসম্মত পদ্ধতি
ঘ. মোটেই বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়
৮৬। হিসাবরক্ষণের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি কোনটি?
ক. জাবেদা
খ. খতিয়ান
গ. নগদান বই
ঘ. দুতরফা দাখিলা পদ্ধতি
৮৭। সুবিধা গ্রহনকারী পক্ষ ডেবিট এবং সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়, এটা দুতরফা দাখিলা পদ্ধতির কী?
ক. মূল বৈশিষ্ট্য বা মূলনীতি
খ. মুখ্য উদ্দেশ্য
গ. ক ও খ
ঘ. কোনোটিই নয়
৮৮। স্বত্বাধিকার হ্রাসের সঠিক কারণ কোনটি?
ক. উত্তোলন ও নগদ কমে যাওয়া
খ. খরচ ও দায় বেড়ে যাওয়া
গ. উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া
ঘ. খরচ ও দায় কমে যাওয়া
৮৯। দুতরফা দাখিলার মাধ্যমে নিচের কোনটি জানা যায়?
ক. দেনা
খ. দেনা ও পাওনা
গ. নগদ তহবিল
ঘ. পাওনা
৯০। দু’তরফা দাখিলা পদ্ধতির সুবিধা কয়টি?
ক. ৫টি
খ. ৮টি
গ. ১০টি
ঘ. ৭টি
৯১। কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
ক. আয় বৃদ্ধি
খ. বাজেট প্রণয়ন
গ. আর্থিক অবস্থা নিরূপণ
ঘ. ডেবিট-ক্রেডিট নির্ণয়।
৯২। হিসাব চক্রের ধাপ কয়টি?
ক. ১০টি
খ. ৯টি
গ. ৮টি
ঘ. ৭টি
৯৩। কোনটি হিসাব চক্রের শেষ ধাপ?
ক. কার্যপত্র প্রস্তুত
খ. আর্থিক বিবরণী প্রস্তুত
গ. সমাপনী দাখিলা
ঘ. হিসাব-পরবর্তী রেওয়ামিল
৯৪। হিসাব চক্রের ৫ম ধাপ কোনটি?
ক. সমাপনী দাখিলা
খ. রেওয়ামিল
গ. লেনদেন বিশ্লেষণ
গ. প্রারম্ভিক জাবেদা
৯৫। হিসাবরক্ষণের প্রতিটি কাজ চক্রাকারে পুনরাবৃত্তি হয় বলে একে কী বলা হয়?
ক. হিসাব চক্র
খ. প্রকৃত জাবেদা
গ. বৈজ্ঞানিক প্রক্রিয়া
ঘ. আধুনিক পদ্ধতি
৯৬। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ হিসাব চক্রের কোন স্তরে রাখা হয়?
ক. ৬ষ্ঠ
খ. ৭ম
গ. ৮ম
ঘ. ৯ম
৯৭। মুনাফা-জাতীয় আয়-ব্যয়ের জের বন্ধ করতে হবে কখন?
ক. প্রতি মাসের শেষে
খ. বছরের মাঝামাঝি সময়ে
গ. বছরের শেষে
ঘ. বছরের যেকোনো সময়ে
৯৮। হিসাব-পরবর্তী রেওয়ামিল হিসাব চক্রের কততম ধাপ?
ক. ৮ম
খ. ৯ম
গ. ১০ম
ঘ. ১১তম ধাপ
৯৯। নিচের কোনটি পূর্ববর্তী ও পরবর্তী বছরের মধ্যে ধারাবাহিকতা রক্ষা করে?
ক. সমীকরণ
খ. হিসাব চক্রের বিভিন্ন ধাপ
গ. চূড়ান্ত হিসাব
ঘ. খতিয়ান
১০০। দুতরফা দাখিলা পদ্ধতি ছাড়াও আমাদের দেশে একটি বিশেষ সুপরিচিত পদ্ধতির প্রচলন রয়েছে, সেটি কী?
ক. বিকল্প হিসাব পদ্ধতি
খ. বিশেষ হিসাব পদ্ধতি
গ. একতরফা দাখিলা পদ্ধতি
ঘ. জমা-খরচ হিসাব পদ্ধতি
১০১। একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি?
ক. অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ
খ. মধ্যযুগীয়
গ. আধুনিক
ঘ. বৈজ্ঞানিক
১০২। কোন হিসাব পদ্ধতি অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. দুতরফা দাখিলা পদ্ধতি
গ. ওপরের দুটি পদ্ধতি
ঘ. ওপরের কোনোটিই নয়
১০৩। প্রতিটি লেনদেনের ফলে সৃষ্টি হয়—
i. দুটি একমুখী ফলাফল
ii. দুটি বিপরীতমুখী ও সমান ফলাফল
iii. দুটি বিপরীতমুখী ফলাফল
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
১০৪। দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা প্রয়োজন, কারণ এ পদ্ধতিতে—
i. লেনদেনের পূর্ণাঙ্গ হিসাব রাখা সম্ভব
ii. লেনদেনের নিখুঁত ফলাফল পাওয়া যায়
iii. এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০৫। সুবিধা গ্রহণকারী পক্ষ ডেবিট ও সুবিধা প্রদানকারী পক্ষ ক্রেডিট হয়। এটি দুতরফা দাখিলা পদ্ধতির—
i. মূল বৈশিষ্ট্য
ii.মূলনীতি
iii. মূল উদ্দেশ্য
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
১০৬। মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে টাকা উত্তোলন করলে দুতরফা দাখিলা পদ্ধতির হিসাব সমীকরণে পরিবর্তন হবে—
i. A ও P উপাদানের
ii. P ও L উপাদানের
iii. A, P ও L উপাদানের
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii
ঘ. i ও iii
১০৭। ‘অগ্রিম প্রদত্ত ভাড়া’ ‘ভাড়া হিসাব’ এর সাথে সমন্বয় করার ফলে—
i. সম্পদ হ্রাস পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. দায় বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii.
১০৮। হিসাব চক্রের ৩য় ধাপে করা হয় লেনদেনের—
i. ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ii. হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধকরণ
iii. তারিখের ক্রমানুসারে জাবেদার লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০৯। একতরফা দাখিলা পদ্ধতিতে—
i. একটি পক্ষ লিপিবদ্ধ করা হয়
ii. দুটি পক্ষ লিপিবদ্ধ করা হয়
iii. কোনো কোনো লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে পরবর্তী দুটি নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব মাসুদ একজন ব্যবসায়ী। তিনি ২০১৪ সালের ১ জানুয়ারি ২০,০০০ টাকা মূলধন বাবদ আনয়ন করেন। জানুয়ারির ৫ তারিখে ধারে মাল বিক্রয় করেন ৩,০০০ টাকা এবং নগদে মাল ক্রয় করেন ৪,০০০ টাকা, বেতন বাবদ, ২,০০০ টাকা প্রদান করেন।
১১০। জানুয়ারির ৫ তারিখে জনাব মাসুদের নগদ টাকার পরিমাণ কত?
ক. ১২,০০০ টাকা
খ. ১৭,০০০ টাকা
গ. ১৪,০০০ টাকা
ঘ. ২৪,০০০ টাকা
১১১। উদ্দীপকের আলোকে দেনাদারের টাকার পরিমাণ কত?
ক. ২০,০০০ টাকা
খ. ৩,০০০ টাকা
গ. ৪,০০০ টাকা
ঘ. ২,০০০ টাকা
১১২। হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটি?
ক. আর্থিক বিবরণী প্রস্তুত
খ. হিসাব-পরবর্তী রেওয়ামিল
গ. কার্যপত্র
ঘ. সমাপনী দাখিলা
১১৩। ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘরবিশিষ্ট একটি বিবরণী প্রস্তুত। হিসাব চক্রের কোন ধাপে?
ক. ১ম ধাপে
খ. ২য় ধাপে
গ. ৭ম ধাপে
ঘ. ১০ম ধাপে
১১৪। হিসাব চক্রের কোন ধাপে হিসাবগুলোর নির্ভুলতা যাচাই করা হয়?
ক. ২য় ধাপে
খ. ৩য় ধাপে
গ. ৪র্থ ধাপে
গ. ৫ম ধাপে
১১৫। সম্পদের সঙ্গে দায়ের সম্পর্ক কিরূপ?
ক. সম্পর্কহীন
খ. বিপরীত
গ. সমার্থক
ঘ. একমুখী
১১৬। দুতরফা দাখিলা পদ্ধতিতে লেনদেনের ডেবিট ও ক্রেডিটপক্ষ সমপরিমাণ টাকায় লিপিবদ্ধ হওয়ার কারণ কী?
ক. মূলনীতি
খ. গুরুত্ব
গ. প্রক্রিয়া
ঘ. সুবিধা
১১৭। দ্বৈত সত্তা বলতে কী বোঝায়?
ক. দুটি সত্তা
খ. দুজনের সত্তা
গ. দুটি পক্ষ
ঘ. দুবার লেখা
১১৮। আর্থিক বিবরণীর খসড়াস্বরূপ ব্যবহার করা হয় কোনটি?
ক. রেওয়ামিল
খ. সমন্বয় দাখিলা
গ. সমাপনী দাখিলা
ঘ. কার্যপত্র
১১৯। হিসাববিজ্ঞান প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত—
i. চিহ্নিতকরণ
ii. লিপিবদ্ধকরণ
iii. যাচাই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২০। দুতরফা দাখিলা পদ্ধতিকে হিসাববিজ্ঞানের ভিত্তি বলার কারণ হলো—
i. দ্বৈত সত্তার বিশ্লেষণ
ii. মৌলিক বৈজ্ঞানিক সূত্রের প্রয়োগ
iii. পূর্ণাঙ্গ হিসাবব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১২১। ব্যবসায়ের হিসাব সংরক্ষণের ধারাবাহিক আবর্তনকে কী নামে অভিহিত করা হয়?
ক. হিসাব চক্র
খ. খতিয়ান
গ. জাবেদা
ঘ. আর্থিক অবস্থার বিবরণী
১২২। নিচের কোনটি দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা?
ক. দুটি পক্ষ
খ. পূর্ণাঙ্গ হিসাব
গ. নিশ্চিত ফলাফল
ঘ. বিজ্ঞানের ব্যবহার
১২৩। হিসাব চক্রের ৩য় ধাপে লেনদেনের—
i. ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ
ii. হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধকরণ
iii. তারিখের ক্রমানুসারে জাবেদায় লিপিবদ্ধকরণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ঘ ৬. খ ৭. খ ৮. ঘ ৯. গ ১০. ক ১১. গ ১২. খ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. ঘ ২১. গ ২২. গ ২৩. ক ২৪. ক ২৫. খ ২৬. গ ২৭. গ ২৮. গ ২৯. ক ৩০. গ ৩১. ক ৩২. ঘ ৩৩. গ ৩৪. ক ৩৫. ঘ ৩৬. ঘ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. ক ৪০. গ ৪১. ঘ ৪২. খ ৪৩. গ ৪৪. ক ৪৫. গ ৪৬. ঘ ৪৭. গ ৪৮. ক ৪৯. ঘ ৫০. ঘ ৫১. ক ৫২. গ ৫৩. গ ৫৪. খ ৫৫. খ ৫৬. ক ৫৭. ক ৫৮. ঘ ৫৯. ঘ ৬০. ক ৬১. ঘ ৬২. খ ৬৩. ঘ ৬৪. খ ৬৫. গ ৬৬. গ ৬৭. গ ৬৮. ঘ ৬৯. গ ৭০. ক ৭১. খ ৭২. খ। ৭৩. খ ৭৪. ঘ ৭৫. ক ৭৬. খ ৭৭. ক ৭৮. খ ৭৯. ঘ ৮০. ঘ ৮১. খ ৮২. খ ৮৩. ক ৮৪. গ ৮৫. গ ৮৬. ঘ ৮৭. ক ৮৮. গ ৮৯. খ ৯০. গ ৯১. গ। ৯২. ক ৯৩. ঘ ৯৪. খ ৯৫. ক ৯৬. গ ৯৭. গ ৯৮. গ ৯৯. খ ১০০. গ ১০১ ক ১০২. ক ০৩. খ ১০৪. খ ১০৫. খ ১০৬. ক ১০৭. ক। ১০৮. ঘ ১০৯. ঘ ১১০. গ ১১১. খ ১১২. খ ১১৩. গ ১১৪. ঘ ১১৫. খ ১১৬. ক ১১৭. ক ১১৮. ঘ ১১৯. ঘ ১২০. খ ১২১. ক ১২২. খ ১২৩. ঘ

Translate To

Live Football world Cup 2018

আপনিও হতে পারেন একজন ব্লগার !!

মাঝে মাঝে মনের মানুষটাকে খুব বেশি আপন করে কাছেপেতে ইচ্ছে করে ।ইচ্ছে করে মন খুলে বলি তাকে মনের গহিনে লুকিয়ে রাখাপ্রত...

Posted by গল্প ছড়া বিনোদন খবর - সব হবে একের ভিতর on Wednesday, 27 January 2016

To Support Us

মোট পৃষ্ঠাদর্শন